thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

টাকা আত্মসাতের কথা স্বীকার ২ ব্যাংক কর্মকর্তার

২০২১ জুন ১৮ ১৫:২৬:৩৭
টাকা আত্মসাতের কথা স্বীকার ২ ব্যাংক কর্মকর্তার

দ্য রিপোর্ট প্রতিবেদক: বংশালে ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন গ্রেপ্তার দুই ব্যাংক কর্মকর্তা সিনিয়র অফিসার ক্যাশ ইনচার্জ রিয়াজুল হক এবং ম্যানেজার অপারেশন এমরান আহমেদ। ব্যাংকের ম্যানেজার আবু বক্কর সিদ্দিকের কাছে তারা টাকা আত্মসাতের কথা স্বীকার করেন।

শুক্রবার (১৮ জুন) বংশাল থানার সাব-ইন্সপেক্টর প্রদীপ কুমার সরকার ৫৪ ধারায় আসামিদের গ্রেপ্তার করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে এ কথা উল্লেখ করেছেন প্রদীপ কুমার।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে বিকেলে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

কারাগারে আটক রাখার আবেদনে বলা হয়, আসামিরা ব্যাংকের ভল্টের টাকার দায়িত্বে ছিলেন। ভল্টের চাবি তাদের কাছেই ছিল। বৃহস্পতিবার ব্যাংকের অডিট টিম অডিট করার সময় ব্যাংকের ভল্টে থাকা ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকার হিসেব গড়মিল পান। ব্যাংকের ম্যানেজার আবু বক্কর সিদ্দিকের কাছে অডিট টিম টাকা গড়মিলের স্টেটমেন্ট দাখিল করে। তখন আবু বক্কর সিদ্দিক অডিট টিমের স্টেটমেন্টের ভিত্তিতে আসামিদের জিজ্ঞাসাবাদ করেন। আসামিরা তাৎক্ষণিকভাবে টাকা আত্মসাতের কথা স্বীকার করেন।

আবেদনে বলা হয়, ব্যাংকের ম্যানেজার তখন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে অডিট টিমের সহায়তায় আসামিদের আটক করেন। আসামিদের থানায় হাজির করে আবু বক্কর সিদ্দিক বংশাল থানার অফিসার ইনচার্জ বরাবর অভিযোগ দায়ের করেন। অফিসার ইনচার্জ অভিযোগটি পর্যালোচনা করে দেখতে পান ঘটনাটি পেনাল কোডের ৪০৯ ধারার অপরাধ। যার তদন্ত ক্ষমতা দুর্নীতি দমন কমিশনের শিডিউলভূক্ত। দুদক তদন্তের ব্যবস্থা করবে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৭ জুন, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর