thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

জম্মু-কাশ্মীর ও লাদাখকে ভারতের মানচিত্র থেকে বাদ দিলো টুইটার!

২০২১ জুন ২৮ ২০:২০:৫৮
জম্মু-কাশ্মীর ও লাদাখকে ভারতের মানচিত্র থেকে বাদ দিলো টুইটার!

দ্য রিপোর্ট ডেস্ক: ফের একবার টুইটারে ভারতের মানচিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। ভারতের মানচিত্রের বিতর্কিত ছবি প্রকাশ করে ফের আলোচনার জন্ম দিয়েছে এই মাইক্রোব্লগিং সাইটটি। টুইটার গত কয়েকদিন ধরেই খবরের শিরোনাম হচ্ছে। এরপর এদিন এমন মানচিত্র প্রকাশ করে ফের শিরোনাম হয়েছে টুইটার। খবর ওয়ান ইন্ডিয়ার।

লাদাখ ইস্যুতে যখন চীনের সঙ্গে ভারতের সংঘাতে চলছিল তখন লাদাখকে ভারতের বাইরে বলে শো করেছিল টুইটার। ওই ঘটনার পর সরকার কড়া মনোভাব পোষণ করে। নেয়া হয় পদক্ষেপও। এরপর ফের একবার নতুন করে বিতর্ক শুরু হয় টুইটারের মানচিত্র নিয়ে।

টুইটারের নতুন মানচিত্রে দেখা যাচ্ছে, জম্মু-কাশ্মীর ও লাদাখ পুরোটাই ভারতের মানচিত্র থেকে বাদ গেছে। এর আগে লাদাখ মানচিত্র ঘিরে বিতর্কের সময় প্রশ্ন উঠেছিল যে তাহলে কি টুইটার ভারতের সার্বভৌমত্বকে আঘাত করছে? যা মেনে নেয়া হবে না বলে জানায় সরকার।

এদিকে টুইটারের এই ঘটনায় রীতিমতো সমালোচনা ঢেউ ওঠে ভারতে। সোশ্যাল মিডিয়ায় ঘটনা এ নিয়ে আগেই আলোচনা শুরু হয়। অনেকেই টুইটারের প্রতি তীব্র ক্ষোভ দেখাতে থাকে। কিছুদিন আগে ডিজিটাল মিডিয়া গাইডলাইন ইস্যুতে কেন্দ্র বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে নিজের অবস্থান স্পষ্ট করতে বলে। তখন টুইটারের গড়িমসি ভালোভাবে নেয়নি টুইটার।

এরপরই কয়েকদিন আগে মার্কিন ডিজিটাল আইন ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রাসদের অ্যাকাউন্ট ১ ঘণ্টার জন্য বন্ধ রাখে টুইটার। তারপরই নতুন করে এই ঘটনা ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২৮ জুন, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর