thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

চীন অন্য দেশ দ্বারা প্রভাবিত হবে না : শি জিনপিং

২০২১ জুলাই ০১ ১৪:৫৪:২৭
চীন অন্য দেশ দ্বারা প্রভাবিত হবে না : শি জিনপিং

দ্য রিপোর্ট ডেস্ক: চীনা কমিউনিস্ট পার্টির শতবর্ষ পূর্তি উপলক্ষে দেওয়া এক ভাষণে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, কোনো অবস্থায় অন্য দেশ দ্বারা চীন প্রভাবিত হবে না।

বৃহস্পতিবার রাজধানী বেইজিংয়ের তিয়েন আনমেন চত্বরে ‘গুরুত্বপূর্ণ’ বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিবিসির প্রতিবেদনের তথ্য মতে, প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কথা উল্লেখ করে বলেন, চীনকে যদি অন্য কোনো দেশ প্রভাবিত করে এমনকি নিপীড়নের চেষ্টা করে তা হলে তাদের মাথা ইস্পাতের প্রাচীরে গিয়েই ঠেকবে।

সে সময় তার ভাষণে তিয়েন আনমেন চত্বরে থাকা ৭০ হাজার মানুষ প্রেসিডেন্টের কথায় একমত হয়ে উল্লাস করতে থাকে।

শত বর্ষপূর্তি পালন উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে যুদ্ধবিমান, হেলিকপ্টার ওড়ানো, কামানের স্যালুট এবং দেশাত্মবোধক গান বাজানোর আয়োজন করা হয়েছে।

মাও সেতুং পরবর্তী সময়ে চীনের সবচেয়ে ক্ষমতাধর নেতা শি। তার অধীনে কমিউনিস্ট পার্টি চীনে আরও ক্ষমতাধর হয়ে উঠেছে। কোভিড মহামারী জয় থেকে শুরু করে আন্তর্জাতিক মঞ্চে অবস্থান শক্ত করা পর্যন্ত সব ক্ষেত্রেই এগিয়েছে চীন।

২০১২ সালে তিনি পার্টির জেনারেল সেক্রেটারি হন এবং ২০১৩ সালের মার্চে তিনি চীনের প্রেসিডেন্ট হন। এরপরই দুর্নীতির লাগাম টেনে ধরেন তিনি। তার সময়েই কমিউনিস্ট পার্টির সদস্য বেড়েছে সবচেয়ে বেশি। বর্তমানে ৯ কোটির বেশি সদস্য রয়েছে এ দলে।

তবে পার্টি শক্তিশালী হলেও শি জিনপিং- এর আমলে চীনকে অনেক চ্যালেঞ্জেরও সম্মুখীন হতে হয়েছে। হংকং, শিনজিয়াং, তাইওয়ান ও দক্ষিণ চীন সাগর নিয়ে পশ্চিমা দেশগুলোর তীব্র সমালোচনার শিকার হয়েছে চীন। এ সমস্ত ইস্যু নিয়ে আন্তর্জাতিক মহলের সঙ্গে চীনের উত্তেজনাও বেড়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০১ জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর