thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

মিরপুরে লকডাউন দেখতে আসা শতাধিক ব্যক্তি আটক

২০২১ জুলাই ০১ ১৪:৫৯:২৪
মিরপুরে লকডাউন দেখতে আসা শতাধিক ব্যক্তি আটক

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশে মহামারি করোনার সংক্রমণ বেড়েছে। গেলো কয়েকদিন ধরেই প্রতিদিন শতাধিক মৃত্যুর হয়েছে। এমন অবস্থাই আজ বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সাত দিনের কঠোর লকডাউন চলছে।

কিন্তু মৃত্যু ভয়কে উপেক্ষা করে করোনাকে পাত্তা না দিয়ে রাজধানীর মিরপুর এলাকায় বিধিনিষেধ পালন না করে রাস্তায় লকডাউন কেমন চলছে তা দেখতে আসে।

এমন অবস্থায় শতাধিক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগ। এছাড়া অর্ধশত যানবাহনকে মামলার আওতায় নিয়ে এসেছে তারা।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মিরপুর, গাবতলী, টেকনিক্যাল, শাহ আলী, পল্লবী, মিরপুর, কাফরুলসহ অন্যান্য পুলিশ শতাধিক জনকে আটকসহ অর্ধশতাধিক যানবাহনকে মামলা দেয়। মিরপুরে দুই জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এখনো চলছে পুলিশের ভ্রাম্যমাণ অভিযান।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ স ম মাহতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে শুরু হওয়া সরকারি বিধিনিষেধ পরিপালনে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০১ জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর