thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

যুক্তরাষ্ট্রকে যুদ্ধে আর সাহায্য করবে না পাকিস্তান

২০২১ জুলাই ০১ ১৭:৫৬:২৭
যুক্তরাষ্ট্রকে যুদ্ধে আর সাহায্য করবে না পাকিস্তান

দ্য রিপোর্ট ডেস্ক: পাকিস্তান আর কখনোই যুক্তরাষ্ট্রকে যুদ্ধে সাহায্য করবে না জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ইসলামাবাদ যখন যুক্তরাষ্ট্রের কথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধে যোগ দিয়েছিল একজন পাকিস্তানি হিসেবে এতটা ‘অপমানিত’ আর কখনো হননি তিনি।

ডনের অনলাইন প্রতিবেদন অনুযায়ী জাতীয় পরিষদের এবারের বাজেট অধিবেশনে আরও অনেক বিষয়ের সঙ্গে ইমরান খান বলেছেন, ‘পাকিস্তান শান্তিপূর্ণ বিষয়গুলোতে যুক্তরাষ্ট্রের অংশীদার হতে পারে কিন্তু আর কখনো সংঘাতের অংশীদার হবে না।’

ইমরান বলেন, ‘আমরা অনেক সহযোগিতা করলেও তারা (যুক্তরাষ্ট্র) আমাদের প্রশংসা, আমাদের ত্যাগ স্বীকার করার পরিবর্তে আমাদেরকে ভণ্ড বলেছে, আমাদের দোষ দিয়েছে। আমাদের প্রশংসা করার পরিবর্তে তারা পকিস্তানকে খারাপ বলে গেছে।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী তার বাজেট বক্তৃতায় সংসদের সামনে প্রশ্ন তুলে বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের কথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধের জন্য ফ্রন্টলাইন রাষ্ট্র হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি বারবার এই প্রশ্ন করেছি, তাদের যুদ্ধের সাথে আমাদের কী সম্পর্ক ছিল?’

যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধে অংশ নেওয়ার ক্ষেত্রে তৎকালীন পাকিস্তান সরকারের নীতিগত সিদ্ধান্তের নিয়ে ‘মূর্খতার’ প্রশ্ন তুলে ইমরান খান আরও বলেন, ‘কোনো দেশ কি অন্য কোনো দেশের জন্য যুদ্ধে অংশ নিয়েছে এবং নিজেদের ৭০ হাজার প্রাণ হারিয়েছে?’

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশীদার হয়ে পাকিস্তানের যুদ্ধ করার বিষয়টি উল্লেখ করে ইমরান খান বলেন, মার্কিন সেনারা সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পর পাকিস্তানের জন্য ‘কঠিন সময়’ অপেক্ষা করছে।

পাকিস্তানে রয়েছে তেহরিক-ই-তালেবানের (টিটিপি) প্রায় ৫ হাজার যোদ্ধা। এই গোষ্ঠীটি আফগানিস্তানের তালেবান ঘনিষ্ঠ। মার্কিন সেনা আফগান ছাড়ার পর তালেবান ফের ক্ষমতায় ফিরলে পাকিস্তানে টিটিপি সক্রিয় হওয়ার শঙ্কায় রয়েছে ইসলামাবাদ।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০১ জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর