thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

টাঙ্গাইলে আম্বুলেন্স-ট্রাকের সংঘর্ষে নিহত ৪

২০২১ জুলাই ০৩ ১০:৪৬:৩৫
টাঙ্গাইলে আম্বুলেন্স-ট্রাকের সংঘর্ষে নিহত ৪

দ্য রিপোর্ট প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীর হাতিয়ায় অ্যাম্বুলেন্স ও ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।

আজ শনিবার (৩ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনা বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

তিনি বলেন, উত্তরবঙ্গ থেকে আসা পিকাআপভ্যানের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। এ সময় অ্যাম্বুলেন্সের চারজনের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। আর হাসপাতালে নেয়ার পর একজনের মৃত্যু হয়।

আহত পাঁচজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ওসি শফিকুল ইসলাম বলেন, বিস্তারিত পরে জানানো হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৩ জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর