thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

নারায়ণগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণ : দগ্ধ ৪

২০২১ জুলাই ০৫ ১৩:৫১:৪৮
নারায়ণগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণ : দগ্ধ ৪

দ্য রিপোর্ট প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর এলাকায় গ্যাস লাইন বিস্ফোরণে একটি কারখানার নিরাপত্তার কাজে নিয়োজিত চারজন দগ্ধ হয়েছেন।

দগ্ধরা হলেন- মুস্তাক আহমেদ (৪২),আসাদুজ্জামান (৩২), মো. ফারুক (৪৫) ও তোফিজুল (৫০)।

তারা সবাই আলনূর পেপার অ্যান্ড বোর্ড ফ্যাক্টরির নিরাপত্তার কাজে নিয়োজিত ছিলেন।

রবিবার (৪ জুলাই) দিবাগত রাত ২টায় তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসা নিয়ে চলে গেছেন ফারুক। বাকিদের চিকিৎসা চলছে।

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, নারায়ণগঞ্জ থেকে গ্যাস লাইন লিকেজ বিস্ফোরণে দগ্ধ চারজন আমাদের এখানে এসেছেন। তাদের মধ্যে মুস্তাক আহমেদ ৭৮ শতাংশ, আসাদুজ্জামান ৭৫ শতাংশ, ফারুক ৫ শতাংশ ও তোফিজুল ৬৮ শতাংশ দগ্ধ হয়েছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৫ জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর