thereport24.com
ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৭ রজব 1446

জলবায়ুজনিত ক্ষতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব

২০২১ জুলাই ০৯ ০৯:২৫:০৯
জলবায়ুজনিত ক্ষতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব

দ্য রিপোর্ট প্রতিবেদক: জলবায়ু পরিবর্তন ও চলমান করোনাভাইরাস মহামারির প্রভাব মোকাবিলায় আরও অর্থায়ন সরবরাহে বিশ্বের উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (০৮ জুলাই) ভি-২০ দেশগুলোর প্রথম ক্লাইমেট ভালনারেবল ফিন্যান্স সামিটের উদ্বোধনী দিন সভাপতি বক্তব্যে তিনি এ আহ্বান। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘কার্বন নিঃসরণ উল্লেখযোগ্য হারে কমাতে উন্নত দেশগুলোর প্রতি আমরা আহ্বান জানাই। জলবায়ু অর্থায়নের জন্য প্রতি বছর ১০০ বিলিয়ন ডলার দিতে যে ঐক্যমত এসেছিল, তা ছাড় করার উপরেও আমরা নির্ভর করছি। একইসঙ্গে ঢাকা-গ্লাসগো ঘোষণা অনুযায়ী, কপ ২৬ ও সিভিএফের একটি যৌথ প্রকল্প নেয়ার অনুরোধ জানাচ্ছি।’

জলবায়ুজনিত ক্ষতি মোকাবেলায় পাঁচটি প্রস্তাব দেন শেখ হাসিনা। প্রস্তাবগুলো হল-

১. বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে প্রতিটি দেশকে গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ নিয়ন্ত্রণে উচ্চাকাঙ্ক্ষি লক্ষ্য আবশ্যিকভাবে নির্ধারণ করতে হবে।

২. সিভিএফ-ভি২০ দেশগুলোর সবুজ পুনরুদ্ধারে উন্নত দেশগুলোর পক্ষ থেকে সুযোগ-সুবিধা বৃদ্ধি করা উচিৎ। এজন্য মূলধন খরচ কমাতে এবং বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করতে সুনির্দিষ্ট সহায়তা প্রয়োজন।

৩. তহবিল প্রবাহ হতে হবে অনুমানযোগ্য, ভারসাম্যপূর্ন, উদ্ভাবনী এবং ক্রমবর্ধমান। উন্নয়ন সহযোগী এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর তহবিল বরাদ্দ ও ছাড়ে একটি সহজ প্রক্রিয়া গ্রহণ করা উচিৎ। নানান জলবায়ু তহবিলের মধ্যে একটি সমন্বয় থাকতে হবে।

৪. জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ থেকে রক্ষায় ধনী রাষ্ট্রগুলোকে অবশ্যই বর্তমান আর্থিক বৈষম্য কমিয়ে সিভিএফ-ভি২০ রাষ্ট্রগুলোকে সহযোগিতা করতে হবে। সিভিএফ রাষ্ট্রগুলোর জন্য চৌকস বীমা প্রিমিয়াম সাবসিডি প্রবর্তন ও বীমা পণ্যের মূলধনের জন্য আর্থিক সমর্থন প্রয়োজন।

৫. ঝুঁকিতে থাকা সব দেশই ‘মুজিব জলবায়ু সম্মৃদ্ধি পরিকল্পনা’র মতো ‘জলবায়ু সম্মৃদ্ধি পরিকল্পনা নেয়ার বিষয়টি বিবেচনায় নিতে পারে।

জলবায়ু ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের নেয়া নানা উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ২০২০ সালের জলবায়ু ঝুঁকি সূচকে বাংলাদেশের অবস্থান ৭। কোভিড ১৯ মহামারি এবং দীর্ঘায়িত বন্যা ও অতিপ্রবল ঘূর্ণিঝড় আম্পান ২০২০ সালে বাংলাদেশে অনেক প্রাণহানি ও লাখো মানুষের জীবন-জীবিকায় আঘাত করেছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৯ জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর