thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

ঢাকায় অষ্টম দিনেও হাজারের বেশি গ্রেপ্তার, রেকর্ড জরিমানা

২০২১ জুলাই ০৯ ০৯:২৮:০৫
ঢাকায় অষ্টম দিনেও হাজারের বেশি গ্রেপ্তার, রেকর্ড জরিমানা

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনা সংক্রমণরোধে চলমান কঠোর লকডাউনের অষ্টম দিনে ডিএমপির হাতে গ্রেপ্তার হয়েছেন এক হাজার ৭৭ জন। ৩১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে ১৬ লাখ ৭৯০ টাকা। এছাড়া ৯৩৭টি গাড়ির বিরুদ্ধে ট্রাফিক বিভাগের মামলায় জরিমানা হয়েছে ২১ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা। রাজধানীতে ডিএমপি এবং ট্রাফিক বিভাগ আজ রেকর্ড ৩৭ লাখ ৫৪ হাজার ২৯০ টাকা জরিমানা করেছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তাদের গ্রেপ্তার ও জরিমানা করে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বলেন, কঠোর লকডাউনের অষ্টম দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির ৮টি বিভাগে সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় এক হাজার ৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর সড়কে যানবাহন নিয়ে বের হওয়ায় ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ ৯৩৭টি গাড়ির বিরুদ্ধে মামলা এবং জরিমানা করেছে ২১ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা।

তিনি আরও বলেন, রাজধানীতে অকারণে ও নানা অজুহাতে ঘর থেকে বের হওয়ায় এবং লকডাউনের মধ্যে প্রতিষ্ঠান খোলা রাখায় ৩১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৬ লাখ ৭৯০ টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত রাজধানীতে মোট গ্রেপ্তার করা হয়েছে পাঁচ হাজার ২৬৪ জন।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৯ জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর