thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

রূপগঞ্জের কারখানা থেকে ৫০ মরদেহ উদ্ধার: ফায়ার সার্ভিস

২০২১ জুলাই ০৯ ১৪:৪৩:১১
রূপগঞ্জের কারখানা থেকে ৫০ মরদেহ উদ্ধার: ফায়ার সার্ভিস

দ্য রিপোর্ট প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার প্রায় অর্ধশত মানুষের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের সহকারী পরিচালক দেবাশীষ বর্ধণ সংবাদমাধ্যমকে জানিয়েছে, এরই মধ্যে পুড়ে মারা যাওয়া মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া অন্তত ৫০ জনের মরদেহ ভবনের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান জানিয়েছেন, কারাখানাটি থেকে একে একে মরদেহ বের করা হচ্ছে।

তিনি আরও জানিয়েছেন, বেশকিছু মরদেহ অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে। এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি ।

শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, সেজান জুস কারখানার সাত তলা ভবনটির নিচতলায় কার্টন ফ্যাক্টরি থেকে আগুনের সূত্রপাত। আগুনের লেলিহান শিখা একপর্যায়ে পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার পর রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের ফুডস ফ্যাক্টরিতে আগুন লাগে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৯ জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর