thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

ছুটির দিনে কমেছে গ্রেপ্তার জরিমানা

২০২১ জুলাই ০৯ ১৯:৩৬:২৬
ছুটির দিনে কমেছে গ্রেপ্তার জরিমানা

দ্য রিপোর্ট প্রতিবেদক:লকডাউন মানাতে মামলা-জরিমানা করেও ঘরে রাখা যাচ্ছে না মানুষদের, শুক্রবারও দেখা গেছে একই চিত্র। তবে সাপ্তাহিক ছুটির দিনে গ্রেপ্তার ও জরিমানার সংখ্যা কমেছে। কঠোর বিধিনিষেধের ৯ম দিনে অকারণে বের হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫৮৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও ডিএমপি ট্রাফিক কর্তৃক ৪১৪টি গাড়িকে ৮ লাখ ৯২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে মোবাইলকোর্টে ১২৯ জনকে ১ লাখ ৫৬ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার ডিএমপির (মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইফতেখায়রুল ইসলাম বলেন, সরকারের বিধিনিষেধ বাস্তবায়নে রাজধানীতে পুলিশের বিভিন্ন টিমের সদস্যরা কাজ করছে। যারা যৌক্তিক কারণ ছাড়া ঘর থেকে বের হচ্ছেন তাদের আইনের আওতায় ও জরিমানা করা হচ্ছে। অনেকেই ঘর ছেড়ে কোন কারণ ছাড়াই বেরিয়ে পড়েছে। অন্যদিনগুলোর শুক্রবার অনেক কম লোকই বের হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

শুক্রবার ছুটির দিন হওয়ায় সকাল থেকে বিকেল পর্যন্ত সরেজমিনে দেখা যায়, রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লা থেকে শুরু করে সড়ক ও মহাসড়কে গত কয়েক দিনের চেয়ে মানুষ ও যানবাহনের চাপ কম দেখা যায়। তবে লকডাউন ঢিলেঢালা ভাব ছিলো। রাস্তাঘাটে সকাল থেকেই ব্যক্তিগত গাড়িসহ প্রায় সব গাড়ির চাপ কম ছিলো।

পুলিশের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা জানায়, রাজধানীর তেজগাঁও, শাহবাগ, রমনা, মোহাম্মদপুর, মতিঝিল, মিরপুর, গুলশান থেকে গাড়িগুলোকে জরিমানা ও আটক করা হয়। আটকদের বিভিন্ন মেয়াদে সাজাও দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

অন্যান্য দিনের মতো রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সরব উপস্থিতি দেখা গেছে। তবে অলিগলি, কাঁচা বাজারে মানুষের উপস্থিতি ছিলো চোখে পরার মতো।

এর আগে বৃহস্পতিবার কঠোর লকডাউনের ৮ম দিনে অকারণে বের হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ১০৭৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়াও ডিএমপি ট্রাফিক কর্তৃক ৯৩৭টি গাড়িকে ২১ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। মোবাইলকোর্টে ৩১৮ জনকে ১৬ লাখ ৭৯০ টাকা জরিমানা করা হয়। মোট জরিমানা হয় ৩৭ লাখ ৫৪ হাজার ২৯০ টাকা, যা লকডাউনে একদিনে সর্বোচ্চ।

প্রসঙ্গত, করোনা মহামারি পরিস্থিতি বিবেচনায় চলমান কঠোর বিধিনিষেধ ১৪ জুলাই পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল ইসলাম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, পূর্বের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় ৭ জুলাই মধ্যরাত থেকে ১৪ জুলাই রাত ১২টা পর্যন্ত এ বিধিনিষেধ আরোপের সময়সীমা বাড়ানো হলো।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০৯ জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর