thereport24.com
ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৭ রজব 1446

রূপগঞ্জে অগ্নিকাণ্ডে নিহতদের লাশ নেওয়া হচ্ছে সোহরাওয়ার্দীর মর্গে

২০২১ জুলাই ১০ ১৪:০১:১৪
রূপগঞ্জে অগ্নিকাণ্ডে নিহতদের লাশ নেওয়া হচ্ছে সোহরাওয়ার্দীর মর্গে

দ্য রিপোর্ট প্রতিবেদক: স্থান সংকুলান না হওয়ায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে নিহতদের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে স্থানান্তর করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হচ্ছে।

আজ শনিবার (১০ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে এ স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়। এরই মধ্যে ঢামেকে থাকা ৪৮টির মধ্যে ১৫টি লাশ সোহ্‌রাওয়ার্দীতে পাঠানো হয়েছে।

ঢামেক হাসপাতালের ফরেনসিক বিভাগ সূত্র জানিয়েছে, মরদেহগুলো সংরক্ষণের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পর্যাপ্ত জায়গা নেই। সে কারণেই সংশ্লিষ্টদের নির্দেশক্রমে মরদেহগুলো সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হচ্ছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১০ জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর