thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১,  ২৭ রবিউল আউয়াল 1446

একই দিনে ৩ ভাইয়ের মৃত‌্যু

২০২১ জুলাই ১০ ১৪:১২:১৬
একই দিনে ৩ ভাইয়ের মৃত‌্যু

নাটোর প্রতিনিধি: নাটোরে একই দিনে তিন ভাইয়ের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইভাই করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

শুক্রবার (৯ জুলাই) কয়েক ঘণ্টার ব্যবধানে এই তিন ভাইয়ের মৃত্যু হয়।

শনিবার (১০ জুলাই) সকাল ১১টার সময় ছোট ভাই জাহাঙ্গীর হোসেনের জানাজা শেষে দাফন অনুষ্ঠিত হয়। অন‌্য দুই ভাইকে শুক্রবারে দাফন করা হয়।

মৃতরা হলেন- শহরের চকরামপুর এলাকায় অবস্থিত দেশখ্যাত পচুর হোটেলের স্বত্বাধিকারী শরিফুল ইসলাম পচু (৫৬) তার বড় ভাই বাবলু রহমান (৫৮) এবং ছোট ভাই জাহাঙ্গীর হোসেন (৫০)।

পচুর বড় ছেলে সুরুজ ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নাটোর শহরের চকরামপুরে অবস্থিত জেলার বৃহত্তম পচুর হোটেলের স্বত্ত্বাধিকারী শরিফুল ইসলাম পচু করোনা আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে শুক্রবার ভোরে মারা যান। এ খবর শোনা মাত্র তার বড় ভাই বাবলু রহমান চাকরামপুর নিজ বাড়িতে স্ট্রোক করে মারা যান।

এদিকে, তাদের আরেক ছোটভাই জাহাঙ্গীর হোসেন করোনা আক্রান্ত হয়ে আগে থেকেই রাজশাহী মেডিক‌্যল কলেজ হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে তিনিও মারা যান। ভোর থেকে সন্ধ্যার মধ্যে তিন ভাইয়ের মৃত্যুর ঘটনায় ওই পরিবারে চলছে শোকের মাতম।

শুক্রবার জুমার নামাজের পর নাটোর পৌরসভার মসজিদ মাঠে জানাজা শেষে শহরের গাড়িখানা গোরস্থানে দুই ভাই পচু ও বাবলু রহমানকে কবর দেওয়া হয়েছে।

নাটোরবাসীর অতি পরিচিত এই তিন ভাইয়ের মৃত্যুর খবরে শহরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১০ জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর