thereport24.com
ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৭ রজব 1446

রূপগঞ্জে অগ্নিকাণ্ড: মরদেহ শনাক্তে ৬৬ জনের নমুনা সংগ্রহ

২০২১ জুলাই ১২ ১৭:০৭:৪৬
রূপগঞ্জে অগ্নিকাণ্ড: মরদেহ শনাক্তে ৬৬ জনের নমুনা সংগ্রহ

দ্য রিপোর্ট প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস লিমিটেডের কারখানার অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ শনাক্তে আজ সোমবার (১২ জুলাই) পর্যন্ত ৬৬ জন স্বজনের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক বিভাগ।

বিষয়টি নিশ্চিত করে সিআইডির বিশেষ পুলিশ সুপার রোমানা আক্তার বলেন, এখন পর্যন্ত ৪৮ মরদেহের বিপরীতে ৬৬ জন স্বজনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে এখন সিআইডির আর কোনো বুথ নেই বলে জানিয়ে তিনি বলেন, যদি এখনো কোনো স্বজন আসেন। তাহলে মালিবাগে সিআইডির ল্যাবে আসতে বলা হয়েছে।

সেজন্য তিনি ০১৬৭৩০১৬৯৭৩ ও ০১৭২৮২৫৬৬২৩ নম্বরে যোগাযোগ করতে বলেছেন।

প্রসঙ্গত, গত ৮ জুলাই বিকেলে রূপগঞ্জে সজীব গ্রুপের হাসেম ফুডস লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। ঘটনার প্রথম দিন তিনজনের মৃত্যু হয়। আহত হন অর্ধশত শ্রমিক। ফায়ার সার্ভিসের ঢাকা ও নারায়ণগঞ্জের ১৮টি ইউনিট ২০ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে আনে। এরপর গত ৯ জুলাই সকালে ওই ভবনের চারতলা থেকে ২৬ নারীসহ ৪৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। সব মিলিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫২ জনে। ২৯ ঘণ্টা পর ৯ জুলাই রাতে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে আগুন।

(দ্য রিপোর্ট/আরজেড/১২ জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর