thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

৫ম বারের মতো নেপালের প্রধানমন্ত্রী হলেন দিউবা

২০২১ জুলাই ১৩ ১৯:৫১:২৪
৫ম বারের মতো নেপালের প্রধানমন্ত্রী হলেন দিউবা

দ্য রিপোর্ট ডেস্ক: ৫ম বারের মতো নেপালের প্রধানমন্ত্রী নিয়োগ হয়েছেন, নেপালি কংগ্রেস পার্টির সভাপতি শের বাহাদুর ‍দিউবা। নেপালের জাতীয় দৈনিক দ্য হিমালয়ান টাইমসের বরাত দিয়ে করা এক প্রতিবেদনে ভারতের জাতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মঙ্গলবার সকালে দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্দারি তাকে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন।

নেপালের সংবিধানের আর্টিক্যাল ৭৬ ধারার ৫ নাম্বার উপধারা অনুযায়ী তাকে প্রধানমন্ত্রী করা হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

এই নিয়ে ৫ম বারের মতো নেপালের প্রধানমন্ত্রী হলেন ৭৫ বছর বয়সী দিউবা। ১৯৯৫ সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো প্রধামন্ত্রী হয়েছিলেন তিনি এবং এই পদে ছিলেন ১৯৯৭ সালের মার্চ পর্যন্ত।

তারপর ২০০১ সালের জুলাই থেকে ২০০২ সালের অক্টোবর দ্বিতীয় দফা, ২০০৪ সালের জুন থেকে ২০০৫ এর ফেব্রুয়ারি পর্যন্ত তৃতীয় দফা এবং ২০১৭ এর জুন থেকে ২০৮ এর ফেব্রুয়ারি পর্যন্ত চতুর্থ দফায় নেপালের প্রধানমন্ত্রী হন শের বাহাদুর দিউবা।

নেপালের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী তিনি দেশের প্রধানমন্ত্রীর পদে নিয়োগ পেয়েছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১৩ জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর