thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ফ্রি ফায়ার গেম খেলা নিয়ে বউকে পিটিয়ে মারলেন স্বামী

২০২১ জুলাই ১৪ ১০:৪০:৩৬
ফ্রি ফায়ার গেম খেলা নিয়ে বউকে পিটিয়ে মারলেন স্বামী

দ্য রিপোর্ট প্রতিবেদক: জয়পুরহাটের কালাই পৌরসভার পাঁচশিরা এলাকায় ফ্রি ফায়ার গেম খেলা নিয়ে ছেলের মোবাইল ভাঙার জেরে এক গৃহবধূকে পিটিয়ে খুন করেছেন স্বামী।

মঙ্গলবার (১৩ জুলাই) সন্ধ্যায় ওই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহিনুর আক্তার একই এলাকার আজিবর রহমান মনুর স্ত্রী। তিনি চাতাল শ্রমিক সর্দার ছিলেন।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলছিল ১১ বছর বয়সী আপন ও ৯ বছরের পরাণ। তারা দুই সৎ ভাই। এ সময় ছেলেদের ২ থেকে ৩ বার ডাক দেন পরাণের মা শাহিনুর। কিন্তু খেলায় ব্যস্ত থাকায় তারা শুনতে পায়নি। কিছুক্ষণ পর ছেলের কাছ থেকে মোবাইল নিয়ে আছাড় দেন। এতে মোবাইলটি ভেঙে যায়।

পরে বিষয়টি জানতে পারেন শাহিনুরের স্বামী চাতাল শ্রমিক আজিবর রহমান মনু। এ নিয়ে স্ত্রীকে মারধর করেন তিনি। এতে গুরুতর আহত হন শাহিনুর। তাকে জেলার ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কালাই থানার ওসি সেলিম মালিক জানান, মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৪ জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর