thereport24.com
ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৭ রজব 1446

আগামী এপ্রিলের মধ্যে আসছে ৭ কোটি টিকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০২১ জুলাই ১৫ ১৯:৪৯:৩৬
আগামী এপ্রিলের মধ্যে আসছে ৭ কোটি টিকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: আগামী বছরের এপ্রিলের মধ্যে দেশে সাত কোটি ডোজ করোনার টিকা আসছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি আরও জানিয়েছেন, আগস্টের মধ্যে আসছে ২ কোটি ডোজ টিকা। আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানান প্রতিমন্ত্রী।

শাহরিয়ার আলম জানান, আগামী ১০ দিনের মধ্যে আসবে অক্সফোর্ডের ২৯ লাখ টিকা। জুলাইয়ের শেষ দিকে আসবে ৩০ লাখ করোনার টিকা। আর আগস্টের শুরুতে কোভ্যাক্সের ১০ লাখ ডোজ করোনার টিকা আসবে।

তিনি আরও জানান, ২০২২ সালের এপ্রিলের মধ্যে দেশে আসবে সাত কোটি ডোজ করোনা টিকা। দেশের ৮০ শতাংশ জনগণকে টিকার আওতায় আনা হবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

(দ্য রিপোর্ট/আরজেড/১৫ জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর