thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ নিয়ে সংঘর্ষ

২০২১ জুলাই ১৬ ১৪:৫৭:১৫
ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ নিয়ে সংঘর্ষ

দ্য রিপোর্ট প্রতিবেদক: ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ শেষ হয়েছে গত ১১ জুলাই। সেসময় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে জেলা পুলিশ। পুরো জেলায় মোতায়েন করা হয়েছিল পাঁচ শতাধিক পুলিশ সদস্য। তবে খেলার দিন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটলেও সেই খেলার চারদিন পর ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের খেওয়াই গ্রামে বৃহস্পতিবার (১৫ জুলাই) রাতে সংঘর্ষে জড়ায় দুই দলের সমর্থকরা। এতে আহত হয়েছে অন্তত তিনজন।

আহতরা হলেন, একই গ্রামের মিনার মিয়া, মো. আলম, রবিউল। এদের মধ্যে মিনারকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

মাছিহাতা ইউপি চেয়ারম্যান আল আমিনুল হক পাভেল বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় কোপা আমেরিকায় ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল ম্যাচ নিয়ে খেওয়াই গ্রামের সর্দার বাড়ির শিপন (১৯) ও মুন্সি বাড়ির হৃদয়ের (১৮) মধ্যে বাগ-বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। হৃদয় আর্জেন্টিনা ও শিপন ব্রাজিলের সমর্থক। এ ঘটনার জেরে রাত ৮টার দিকে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে কয়েকজন আহত হন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, সকালে খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ এখনও পাওয়া যায়নি। তবে কোনো অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৬ জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর