thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

সিরিজসেরা সাকিব, ম্যাচসেরা তামিম

২০২১ জুলাই ২১ ০৭:২৮:৫৪
সিরিজসেরা সাকিব, ম্যাচসেরা তামিম

দ্য রিপোর্ট ডেস্ক: জিম্বাবুয়ের মাটিতে তিন ম্যাচ সিরিজের সবকটিতে জয় পেয়েছে বাংলাদেশ। ধারাবাহিক পারফরমেন্সের কারণে সিরিজ সেরা হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের করা বিশাল রানের গড় কমিয়ে শতক করে দলকে জয়ের বন্দরে নিয়ে যাওয়ায় ম্যাচসেরা হয়েছেন টাইগার অধিপতি তামিম ইকবাল।

মঙ্গলবার (২০ জুলাই) তৃতীয় ওয়ানডেতে টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের আগে ৪৯ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ২৯৮ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। ২৯৯ রানের লক্ষ্যে খেতে নেমে দুর্দান্ত ব্যাটিং শুরু করেন বাংলাদেশ। তামিমের ব্যাটিং নৈপুণ্য দেখে মনে হয়েছিল ২৯৮ রান তেমন কোনো বিষয় না। ৯৭ বলে ৮ চার আর ৩ ছক্কায় ১১২ রান করে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে।

অন্যদিকে পুরো সিরিজই ব্যাটে-বলে দুর্দান্ত ছিল সাকিব। শেষ ম্যাচে ১০ ওভারে ৪৬ রানে ১ উইকেট নেওয়া পর করেছেন গুরুত্বপূর্ণ ৩০ রান। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে করে ৯৬ রান। সব মিলিয়ে সিরিজসেরা হওয়ার যোগ্যতা অর্জন করেছেন সাকিব।

(দ্য রিপোর্ট/আরজেড/২১জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর