thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ জানুয়ারি 25, ২০ পৌষ ১৪৩১,  ৩ রজব 1446

ক্রীড়াঙ্গনে কবে কোন খেলা, একনজরে দেখে নিন

২০২৫ জানুয়ারি ০১ ১৩:১৯:৪৩
ক্রীড়াঙ্গনে কবে কোন খেলা, একনজরে দেখে নিন

দ্য রিপোর্ট ডেস্ক:ক্যালেন্ডারের পাতা থেকে বিদায় নিয়েছে ঘটনাবহুল ২০২৪। আজ থেকে নতুন বছর শুরু। ২০২৫ সালে বাংলাদেশসহ বিশ্ব ক্রীড়াঙ্গনেও ব্যস্ততা দেখা যাবে। চলুন জেনে নেওয়া যাক কখন কোন খেলা রয়েছে (2025 Sports Fixture)।

জানুয়ারি

অস্ট্রেলিয়া-ভারত : ৩-৭ জানুয়ারি, সিডনি টেস্ট

বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ (নারী ক্রিকেট): অ্যাওয়েতে ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি।

অস্ট্রেলিয়ান ওপেন (টেনিস): ১২-২৬ জানুয়ারি, মেলবোর্ন।

অ-১৯ নারী বিশ্বকাপ ক্রিকেট: ১৮ জানুয়ারি-২ ফেব্রুয়ারি, মালয়েশিয়া।

ফেব্রুয়ারি

এএফসি অ-২০ এশিয়ান কাপ (ফুটবল) : ৬-২৩ ফেব্রুয়ারি, চীন।

চ্যাম্পিয়নস ট্রফি (ক্রিকেট): ১৯ ফেব্রুয়ারি-৯ মার্চ, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত।

বিপিএল ফাইনাল : ৭ ফেব্রুয়ারি, ঢাকা।

মার্চবাংলাদেশ–জিম্বাবুয়ে (ক্রিকেট): দেশের মাটিতে ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। সূচি এখনো চূড়ান্ত হয়নি।বাংলাদেশ–ভারত ফুটবল (এশিয়ান বাছাই): ২৫ মার্চ, ভারত।আইপিএল (ক্রিকেট): ১৪ মার্চ-২৫ মে, ভারত।অ্যাথলেটিক্স বিশ্ব ইনডোর চ্যাম্পিয়নশিপ : ২১-২৩ মার্চ, চীনফিফা উইন্ডো (আন্তর্জাতিক ফুটবল)
আর্জেন্টিনা বনাম ব্রাজিল (২৩ মার্চ)


এপ্রিল

এএফসি অ-১৭ এশিয়ান কাপ : ৩-২০ এপ্রিল, সৌদি আরব।লন্ডন ম্যারাথন (অ্যাথলেটিকস): ২৭ এপ্রিল, লন্ডন।

মে

বাংলাদেশ–পাকিস্তান (ক্রিকেট): অ্যাওয়েতে ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। সূচি চূড়ান্ত হয়নি।ফ্রেঞ্চ ওপেন (টেনিস): ২৫ মে-৮ জুন, প্যারিস।উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনাল (ফুটবল): ৩১ মে, মিউনিখ, জার্মানি।মেয়েদের এএফসি এশিয়ান ফুটসাল : ১-১৮ মে, চীন।

জুন

বাংলাদেশ–শ্রীলঙ্কা (ক্রিকেট): অ্যাওয়েতে ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। সূচি চূড়ান্ত হয়নি।বাংলাদেশ–সিঙ্গাপুর ফুটবল (এশিয়ান বাছাই): ১০ জুন, ঢাকা।ফিফা ক্লাব বিশ্বকাপ (ফুটবল): ১৪ জুন-১৩ জুলাই, যুক্তরাষ্ট্র।উইম্বলডন (টেনিস): ৩০ জুন-১৩ জুলাই, লন্ডন, ইংল্যান্ড।ফিফা উইন্ডো (আন্তর্জাতিক ফুটবল)

জুলাই

মেয়েদের ইউরো (ফুটবল): ২-২৭ জুলাই, সুইজারল্যান্ড।বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ: ১১ জুলাই-৩ আগস্ট, সিঙ্গাপুর।

আগস্ট

বাংলাদেশ–ভারত (ক্রিকেট): দেশের মাটিতে ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। দিনক্ষণ চূড়ান্ত হয়নি।ইউএস ওপেন (টেনিস): ২৫ আগস্ট-৭ সেপ্টেম্বর, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

সেপ্টেম্বর

ফিফা অ-২০ বিশ্বকাপ ফুটবল: ২৭ সেপ্টেম্বর-১৯ অক্টোবর, চিলি।মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ (ক্রিকেট): সেপ্টেম্বর-অক্টোবর, ভারত।বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ: ১৩-২১ সেপ্টেম্বর, টোকিও, জাপান।ফিফা উইন্ডো (আন্তর্জাতিক ফুটবল)

অক্টোবর

বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ (ক্রিকেট): দেশের মাটিতে ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। সূচি চূড়ান্ত হয়নি।বাংলাদেশ–হংকং ফুটবল (এশিয়ান বাছাই): ৯ অক্টোবর, ঢাকা।বাংলাদেশ–হংকং ফুটবল (এশিয়ান বাছাই): ১৪ অক্টোবর, হংকং।ফিফা অ-১৭ বিশ্বকাপ ফুটবল: ৫-২৭ নভেম্বর, কাতার।এটিপি ফাইনালস (টেনিস): ৯-১৬ নভেম্বর, তুরিন, ইতালি।

নভেম্বর

ফিফা অ-১৭ বিশ্বকাপ : ৫-২৭ নভেম্বর, কাতার।বাংলাদেশ–ভারত ফুটবল (এশিয়ান বাছাই): ১৮ নভেম্বর, ঢাকা।বাংলাদেশ–আয়ারল্যান্ড (ক্রিকেট): দেশের মাটিতে ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি।অ্যাশেজ (ক্রিকেট): ২১ নভেম্বর-৮ জানুয়ারি ২০২৬, অস্ট্রেলিয়া।মেয়েদের ফুটসাল বিশ্বকাপ : ২১-৭ জানুয়ারি, ফিলিপাইন

ডিসেম্বর

বাংলাদেশ–ভারত (নারী ক্রিকেট): অ্যাওয়েতে ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি।আফ্রিকান কাপ অব নেশনস (ফুটবল): ২১ ডিসেম্বর ২০২৫-১৮ জানুয়ারি ২০২৬, মরক্কো।

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর