thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১, ১৩ শ্রাবণ ১৪২৮,  ১৯ জিলহজ ১৪৪২

খুলনা বিভাগে করোনায় আরও ৩৩ জনের মৃত্যু

২০২১ জুলাই ২১ ১৫:১১:১৩
খুলনা বিভাগে করোনায় আরও ৩৩ জনের মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক: খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ৯৮১ জনের।

বুধবার (২১ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. ফেরদৌসী আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ৩৩ জনের মধ্যে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়াতে। এছাড়া খুলনায় ও ঝিনাইদহ ৭ জন করে, মেহেরপুর ৪ জন, যশোর ৩ জন, নড়াইল ২ জন, বাগেরহাট ১ জন মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৮৪ হাজার ৯৬১ জনের। করোনায় মারা গেছেন ২ হাজার ২৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ হাজার ৩৭২ জন।

(দ্য রিপোর্ট/আরজেড/২১জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর