thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

২০২১ জুলাই ২৩ ১৬:৪৪:১০
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক: একমাত্র টেস্টের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচেও জিতেছিল বাংলাদেশ। এবারের জিম্বাবুয়ে সফরটা টাইগারদের জন্য দারুণ কাটছে। এবার তাদের সামনে সুযোগ টি-টোয়েন্টি সিরিজ জেতার। এই লক্ষ্যে শুক্রবার জিম্বাবুয়ের হারারেতে স্বাগতিকদের মুখোমুখি হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

যেখানে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। এর আগে জিম্বাবুয়েকে প্রথম টি-টোয়েন্টিতে আট উইকেটের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ। ওই ম্যাচে দলে থাকা লিটন দাস ইনজুরির কারণে বাদ পড়েছেন এই ম্যাচের একাদশ থেকে।

তার জায়গায় ৭১তম ক্রিকেটার হিসেবে বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছে শামীম পাটোয়ারীর। জাতীয় দলে আসার আগে থেকেই আলোচনায় ছিলেন এই অলরাউন্ডার। গত ম্যাচেও বদলি ফিল্ডার হিসেবে মাঠে নেমে নিয়েছিলেন দারুণ এক ক্যাচ।

(দ্য রিপোর্ট/আরজেড/২৩জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর