thereport24.com
ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৫ রজব 1446

প্রতিটি মহল্লায় করোনা প্রতিরোধ কমিটি গঠন করতে হবে

২০২১ জুলাই ২৫ ২১:২৭:০৬
প্রতিটি মহল্লায় করোনা প্রতিরোধ কমিটি গঠন করতে হবে

দ্য রিপোর্ট প্রতিবেদক: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, করোনা সংক্রমণ প্রতিরোধে প্রতিটি মহল্লায় করোনা প্রতিরোধ কমিটি গঠন করতে হবে।

রোববার (২৫ জুলাই) মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত করোনা বিস্তার রোধে চলমান বিধিনিষেধ বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, করোনা সংকট দীর্ঘদিন ধরে চলার সম্ভাবনা রয়েছে। তাই এ সংকট মোকাবেলায় সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে প্রতিটি মহল্লায় করোনা প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। কমিটির মূল কাজ হবে- কারো করোনা উপসর্গ দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া ও টেস্টের ব্যবস্থা করা এবং সকলকে ভ্যাকসিন গ্রহণে উদ্বুদ্ধ করা। এছাড়া মাস্ক বিতরণ ও পরিধানে জনগণকে উদ্বুদ্ধ করা পাশাপাশি জনসমাগম এড়িয়ে চলতে সচেতন করা।

তিনি বলেন, করোনা মোকাবিলায় জনপ্রতিনিধিদের দায়িত্ব অনেক বেশি। জনগণকে সচেতন করতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান, মেহেরপুরের পুলিশ সুপার, সিভিল সার্জন, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সামাজিক ও রাজনৈতিক নেতারা।

(দ্য রিপোর্ট/আরজেড/২৫জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর