thereport24.com
ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৫ রজব 1446

করোনা ইউনিটে দেশের ২০ জেলায় ১৮২ জনের মৃত্যু

২০২১ জুলাই ২৮ ১৪:৩০:৫২
করোনা ইউনিটে দেশের ২০ জেলায় ১৮২ জনের মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ২০ জেলায় ১৮২ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ জুলাই) জেলা প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে বগুড়া জেলায়। এ জেলায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এরপরই রয়েছে রাজশাহী। এ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে।

এরপরই চট্রগ্রামে ১৭ জন, ফরিদপুরে ১৭, সিলেটে ১৭, রংপুরে ১৬ জন, খুলনায় ১২, ময়মনসিংহে ১২ জন, খুলনায় ১২ জন, বরিশালে ১০ জন, কুমিল্লায় ৮, দিনাজপুরে ৮, ঠাকুরগাঁওয়ে ৫, ঝিনাইদহে ৫, সাতক্ষীরায় ৫ জন। কুষ্টিয়ার ৪, টাঙ্গাইলে ৩, কিশোরগঞ্জে ২, নেত্রকোনায় ২, বান্দরবানে ২।

গতকাল সারাদেশে জাতীয়ভাবে ঘোষিত করোনায় আক্রান্ত হয়ে ২৫৮ জনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৭৭৯ জনে। এদিনে শনাক্তের সংখ্যা ছিল ১৪ হাজার ৯২৫ জনে। যা এ যাবত কালে দেশে করোনায় মৃত্যুর সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৮জুলাই, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর