thereport24.com
ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৫ রজব 1446

৫৬ বছর পর চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ দিয়ে বাংলাদেশ-ভারত ট্রেন চলাচল শুরু

২০২১ আগস্ট ০১ ২১:০৫:১৮
৫৬ বছর পর চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ দিয়ে বাংলাদেশ-ভারত ট্রেন চলাচল শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক: দীর্ঘ ৫৬ বছর পর চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ দিয়ে বাংলাদেশ-ভারত মালবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। রবিবার (১ আগস্ট) ভারতীয় রেলওয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের ডামডিম স্টেশন থেকে পাথরবোঝাই প্রথম মালবাহী ট্রেন বাংলাদেশে পাঠায়। এটি ভারত ও বাংলাদেশের মধ্যকার ৫ম রেল সংযোগ।

বর্তমানে ভারত ও বাংলাদেশের মধ্যে চারটি রেল সংযোগ চালু আছে। এগুলো হলো- বেনাপোল (বাংলাদেশ) - পেট্রাপোল (ভারত), দর্শনা (বাংলাদেশ)-গেদে (ভারত), রহনপুর (বাংলাদেশ)-সিংহাবাদ (ভারত), বিরল (বাংলাদেশ)-রাধিকাপুর (ভারত)। চিলাহাটি-হলদিবাড়ি রেল সংযোগ এমনই একটি রুট যা ১৯৬৫ সাল পর্যন্ত কার্যকর ছিল। লদিবাড়ি-চিলাহাটি রেল সংযোগটি ১৯৬৫ সাল পর্যন্ত চালু ছিল।

গত বছরের ১৭ই ডিসেম্বর প্রধানমন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনের সময় ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী যৌথভাবে হলদিবাড়ি-চিলাহাটি রেল সংযোগ উদ্বোধন করেন। চালু হওয়া এই রেল সংযোগ ভারত-বাংলাদেশ রেল যোগাযোগ এবং দ্বিপক্ষীয় বাণিজ্যকে শক্তিশালী করবে।

(দ্য রিপোর্ট/আরজেড/১আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর