thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

শের-ই-বাংলা মেডিক্যালে একদিনে আরও ২৩ মৃত্যু

২০২১ আগস্ট ০২ ১১:৫২:২৪
শের-ই-বাংলা মেডিক্যালে একদিনে আরও ২৩ মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক: বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় মারা গেছেন ৫ জন।

আজ সোমবার (২ আগস্ট) সকালে হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রবিবার (১ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৫ জন। তাদের মধ্যে ৩৭ জন করোনায় আক্রান্ত ছিলেন। একই সময়ে (গত ২৪ ঘণ্টায়) বিভিন্ন উপসর্গ নিয়ে ৫৬ জন করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৯ জন করোনায় আক্রান্ত। ২২টি আইসিইউ শয্যার একটিও ফাঁকা নেই।

সোমবার সকাল পর্যন্ত শের-ই-বাংলা মেডিক্যালের করোনা ওয়ার্ডে মোট চিকিৎসাধীন ৩১১ জন। তাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১১৪ জনের। অন্যরা এ ভাইরাসের উপসর্গ নিয়ে আইসোলেশনে রয়েছেন।

এদিকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে প্রকাশিত রবিবার রাতের সবশেষ রিপোর্টে ১৮৮টি নমুনা পরীক্ষায় ১০৫ জনের করোনা পজিটিভ আসে। শনাক্তের হার ৫৫.৮৫ শতাংশ।

২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত শের-ই বাংলা মেডিক্যালের করোনা ওয়ার্ডে মোট ছয় হাজার ৩৯৬ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন এক হাজার ৯৮৪ জন। ছাড়পত্র নিয়েছেন চার হাজার ৯৬৮ জন। এক হাজার ৫৫৫ জন করোনায় আক্রান্ত ছিলেন। আর মারা গেছেন এক হাজার ১১৭ জন। মৃতদের মধ্যে ৩২৩ জন করোনায় আক্রান্ত ছিলেন।

(দ্য রিপোর্ট/আরজেড/০২আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর