thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

ইরানি নাগরিকদের দ্রুত আফগানিস্তান ছাড়ার নির্দেশনা জারি

২০২১ আগস্ট ০২ ১৯:৪১:০৮
ইরানি নাগরিকদের দ্রুত আফগানিস্তান ছাড়ার নির্দেশনা জারি

দ্য রিপোর্ট ডেস্ক: ল্যান্ডলক দেশ হওয়ায় আফগানিস্তানের জরুরী অনেক পণ্যই আমদানি করতে হয় পাশ্বভর্তি দেশ ইরান থেকে। যার কারণে ইরানের অনেক নাগরিকের নিয়মিত যাতায়াত দেশটিতে। বিগত কিছু দিন থেকে আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় দেশটি থেকে নিজেদের সকল নাগরিকদের ফিরে যাওয়ার জরুরী নির্দেশনা জারি করলো ইরান সরকার।

রবিবার (১ আগস্ট) এক বিবৃতিতে কাবুলে অবস্থিত ইরানি দূতাবাস এ নির্দেশনা জারি করেছে।

জরুরি সতর্কবাণী উচ্চারণ করে সেখানে বলা হয়, কাবুলের বাহিরের শহরগুলোতে যে সকল ইরানি নাগরিক অবস্থান করছেন তারা যেন দ্রুত সময়ের মধ্যে আফগানিস্তান ত্যাগ করে। একইসঙ্গে নাগরিকদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অপ্রয়োজনে আফগানিস্তানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, যদি অতি জরুরি প্রয়োজন হয় সেক্ষেত্রে ইরান দূতাবাসের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কেবল সংক্ষিপ্ত সময়ের জন্য কাবুলে যাওয়া যাবে।

(দ্য রিপোর্ট/আরজেড/০২আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর