thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিক প্রবেশে বাধা

২০১৩ নভেম্বর ১১ ১৬:১৭:৩৬
আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিক প্রবেশে বাধা

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সোমবার সকালে সেখানে প্রবেশে কর্তব্যরত সাংবাদিকদের পুলিশ সদস্য ও আওয়ামী লীগের স্বেচ্ছাসেবকরা বাধা দেয়।


দৈনিক জনতার স্টাফ প্রতিবেদক শফিকুল ইসলাম বলেন, ‘দলীয় মনোনয়নপত্র বিক্রির দ্বিতীয় দিনে আমরা তথ্য সংগ্রহের জন্য কার্যালয়ে এলে পুলিশ সদস্য ও আওয়ামী লীগের স্বেচ্ছাসেবকরা আমাদের বাধা দেয়। আমাদের অনেকের সঙ্গে দূব্যবহারও করে।’



এ প্রসঙ্গে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মতিউর রহমান বলেন, ‘এখানে আমাদের কিছুই করার নেই। কেন্দ্রীয় নেতাদের নির্দেশে সাংবাদিকদের ভেতরে যেতে দেওয়া হচ্ছে না।’



এ বিষয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক শহিদুল ইসলাম মিলন বলেন, ‘আমাদের পক্ষ থেকে এ ধরনের নির্দেশ দেওয়া হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’



কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে এ ধরনের কোনো নির্দেশ দেয়া হয়েছে কিনা জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘সাংবাদিকদের বাধা দিতে কোনো নির্দেশ দেওয়া হয়নি। তবে অফিসের ভিতরে যেন ভিড় না হয় সে কারণে এ ব্যবস্থা করা হয়েছে।’



এ বিষয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মৃনাল কান্তি দাসের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।



(দিরিপোর্ট২৪/এইউএ/এইচএস/এমডি/নভেম্বর ১১, ২০১৩)







পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর