thereport24.com
ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৫ রজব 1446

কৃষি পণ্য বেচাকেনায় মোবাইল অ্যাপ ‘সদাই’ চালু

২০২১ আগস্ট ০৪ ১৬:২৬:২২
কৃষি পণ্য বেচাকেনায় মোবাইল অ্যাপ ‘সদাই’ চালু

দ্য রিপোর্ট প্রতিবেদক: ভোক্তা পর্যায়ে ঝুঁকি মুক্ত ও নিরাপদ কৃষি পণ্য পৌঁছে দিতে এবং খাদ্য বেচাকেনায় সরকারিভাবে শুরু হয়েছে মোবাইল অ্যাপ ‘সদাই’।

আজ বুধবার সকালে একটি ভার্চুয়াল অনুষ্ঠানে মোবাইল অ্যাপটি উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, কৃষি পণ্য বিপণনে এই অ্যাপ গ্রাম বাংলার কৃষক ও সাধারণ মানুষকে প্রয়োজনীয় সুবিধা দিবে। ভোক্তাকে নিরাপদ ও ঝুঁকি মুক্ত খাবার পৌঁছে দিতে সরকারি ভাবে এই অ্যাপ কাজ করবে।

এ সময় কৃষি পণ্য বাজারজাতকরণে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সব ধরনের সচেতনতা গ্রহণের নির্দেশ দেন কৃষিমন্ত্রী। এ লক্ষ্যে কৃষি বিপণন অধিদপ্তরকে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

(দ্য রিপোর্ট/আরজেড/০৪আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর