thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

শিমুলিয়ায় পারাপারের অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন

২০২১ আগস্ট ০৬ ১৬:৩৮:৫৬
শিমুলিয়ায় পারাপারের অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন

দ্য রিপোর্ট প্রতিবেদক: মুন্সিগঞ্জের শিমুলিয়ায় গাড়ি ও যাত্রীর চাপ বেড়েছে। লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় শুক্রবার (৬ আগস্ট) ভোর থেকে যাত্রীরা ঘাটে এসে ফেরিতে নদী পার হচ্ছেন।

এদিকে ঘাটে বাড়ছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা। ঘাটে এ মুহূর্তে পারাপারের অপেক্ষায় প্রায় দুই শতাধিক ব্যক্তিগত গাড়ি রয়েছে। এ ছাড়া পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি সেবামূলক পরিবহন মিলে প্রায় পাঁচ শতাধিক যানবাহন ঘাট পারাপারের অপেক্ষায় রয়েছে।

এ ব্যাপারে শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক বাণিজ্য ফয়সাল আহমেদ বলেন, আজ সকাল থেকে ঘাটে যাত্রী ও গাড়ির চাপ বেড়েছে। এ নৌরুটে ১০টি ফেরি চলাচল করছে। পর্যায়ক্রমে সব যানবাহন পারাপার করা হবে।

মাওয়া ট্রাফিক পুলিশের টিআই জাকির হোসেন বলেন, ছুটির দিন হওয়ায় শিমুলিয়ায় যাত্রীর চাপ বেড়েছে। তবে যাত্রীর চাপের চেয়ে সকাল থেকে গাড়ির চাপ বেশি। এ মুহূর্তে ঘাট পারাপারের অপেক্ষায় ২৫০টি পণ্যবাহী এবং ২ শতাধিক ব্যক্তিগত গাড়ি ও অ্যাস্বুলেন্স পারাপারের অপেক্ষায় রয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৬আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর