thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

অস্ট্রেলিয়ার বিপক্ষে মোস্তাফিজের চমক

২০২১ আগস্ট ০৭ ০৪:০৬:১৩
অস্ট্রেলিয়ার বিপক্ষে মোস্তাফিজের চমক

দ্য রিপোর্ট প্রতিবেদক: টি-টোয়েন্টি ম্যাচ মানেই চার, ছক্কার ফুলঝুড়ি। কিন্তু বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিনটি টি-টোয়েন্টি ম্যাচে চার ও ছক্কার সেই ফুলঝুড়ির দেখা মেলেনি। তিন ম্যাচেই বোলারদের রাজত্ব ছিল চোখে পড়ার মতো। তাইতো ব্যাটে রানের ধীরগতি দেখা যায়। আজকে বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের বলের রাজত্ব ছিল চোখে পড়ার মতো। মোস্তাফিজুর রহমান টি-টোয়েন্টি ম্যাচে চার ওভার করে মাত্র ৯ রান দিয়েছেন। যা একজন বোলারের জন্য অসাধারণ অর্জন। বিশেষ করে মোস্তাফিজ শেষ ওভারে ছয় বলে মাত্র ১ রান দিয়েছেন।

টি-টোয়েন্টি পাঁচ ম্যাচ সিরিজে প্রথম তিন ম্যাচেই অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জয় করে নিয়েছে বাংলাদেশ দল। সিরিজ জয়ের ম্যাচে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ পায় ১২৭ রানের পুঁজি। জবাবে অজিরা তুলতে পারল ১১৭ রান। তাতে ১০ রানের জয় পেয়ে যায় বাংলাদেশ। আর এই জয়ের মাধ্যমে অজিদের বিপক্ষে যেকোনো ফরম্যাটে ঐতিহাসিক সিরিজ জয়টাও ধরা দিল টাইগারদের হাতে। টানা তিন ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোর ঘটনাও এই প্রথম।

আগে বোলিং করুক বা ব্যাটিং, অস্ট্রেলিয়া সেই অস্ট্রেলিয়াই। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের ১৩১ রানের জবাবে ১০৮ রানে অলআউট হয়ে ২৩ রানে হেরেছিলেন ম্যাথু ওয়েডরা। দ্বিতীয়টিতে আগে ব্যাট করেও শেষ রক্ষা হয়নি তাদের। স্পিনে নাকাল হওয়া অস্ট্রেলিয়া এবার ঘায়েল হলো বাংলাদেশের পেসে। দ্বিতীয় টি ২০-তে অস্ট্রেলিয়াকে হারায় বাংলাদেশ। ওই দিন ব্যাট করে মোস্তাফিজুর রহমান (৩/২৩) ও শরীফুল ইসলামের (২/২৭) দারুণ বোলিংয়ের কোনো জবাব না দিতে পেরে সাত উইকেটে ১২১ রানে থমকে যায় অস্ট্রেলিয়া।

(দ্য রিপোর্ট/আরজেড/০৭আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর