thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

নিঃসঙ্গ পরীকে দেখতে এলেন শামসুল হক

২০২১ আগস্ট ১০ ১২:৫৬:৩৩
নিঃসঙ্গ পরীকে দেখতে এলেন শামসুল হক

দ্য রিপোর্ট প্রতিবেদক: চিত্রনায়িকা পরীমণিসহ চার জনের রিমান্ড শেষ হওয়ায় তাদের আদালতে হাজির করা হয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) রাজধানীর মালিবাগের সিআইডির প্রধান কার্যালয় থেকে পরীমণিসহ চারজনকে আদালতে নিয়ে যায় সংস্থাটি।

এদিকে চিত্রনায়িকা পরীমণিকে দেখতে তার নানা শামসুল হক আদালতে হাজির হয়েছেন।

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর ১২টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পৌঁছান পরীর নানা শামসুল হক।

অপর তিনজন হলেন, প্রযোজক নজরুল ইসলাম রাজ, মডেল মরিয়ম আক্তার মৌ ও পরীমণির কথিত মামা দীপু। মাদক মামলায় তাদের চারদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবদ করে সিআইডি।

সিআইডির অ্যাডিশনাল ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, আদালতে পরীমণিসহ চারজনের বিরুদ্ধে আরও পাঁচদিনের রিমান্ড আবেদন করা হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/১০আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর