thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

বাংলাবাজার-শিমুলিয়া রুটে সীমিত আকারে ফেরি চালু

২০২১ আগস্ট ১৪ ১১:২৫:১২
বাংলাবাজার-শিমুলিয়া রুটে সীমিত আকারে ফেরি চালু

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে সীমিত আকারে ফেরি চলাচল শুরু করেছে। আজ শনিবার (১৪ আগস্ট) সকাল ৯টা থেকে চালু হয় ফেরি।

এর আগে, গতকাল শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যার পর থেকে বন্ধ ছিল ফেরি চলাচল।

বাংলাবাজার ফেরিঘাট কর্তৃপক্ষ জানায়, পদ্মা নদীতে স্রোতের তীব্রতার কারণে বন্ধ ছিল ফেরি চলাচল।

তবে ঘাটের একটি সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যার পর থেকে ফেরি চালাতে অনীহা প্রকাশ করেন চালকরা। যার কারণে বন্ধ ছিল ফেরি চলাচল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাট সূত্র জানায়, গত কয়েকদিন ধরে পদ্মায় অস্বাভাবিক পানি বাড়া অব্যাহত রয়েছে। পানি বাড়ার সঙ্গে স্রোতের গতিবেগও বেড়েছে। নৌ চ্যানেলের বেশ কয়েকটি স্থানে ঘূর্ণিস্রোতে সৃষ্টি হয়েছে। ফলে ফেরি চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছিল। তাই শুক্রবার সন্ধ্যা থেকে নদীতে ফেরি চলাচল বন্ধ ছিল।

তবে শনিবার সকাল ৯টার দিকে ফেরি সুফিয়া কামাল ও ক্যামেলিয়া নামে দু’টি ফেরি ছেড়ে গেছে। এরপর সকাল পৌনে ১০টার দিকে ফেরি কুঞ্জলতা বাংলাবাজার ঘাট এলাকা ছেড়ে যায়।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, সকাল থেকে এই তিনটি ফেরি বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে গেছে। তবে ফেরিগুলো ওপার থেকে আবার আসবে কি-না তা নিশ্চিত নই। '

(দ্য রিপোর্ট/আরজেড/১৪আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর