thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

‘দুই মাধ্যমেই কাজ করতে চাই’

২০১৩ নভেম্বর ১১ ১৬:৪৫:৪২
‘দুই মাধ্যমেই কাজ করতে চাই’

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ছোটপর্দার ব্যস্ত অভিনেত্রী লামিয়া মিমো এবার চলচ্চিত্রে অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছেন। এ প্রসঙ্গে মিমো বলেন, ‘এবার বড়পর্দায় অভিনয় করতে চাই। একটি সিনেমার ব্যাপারে কথা চলছে। সব ঠিকঠাক থাকলে খুব শিগগিরই সিনেমায় অভিনয় করব আমি।’

বড়পর্দার হাতছানিতে কি তবে ছোটপর্দাকে বিদায় বলবেন এ প্রশ্নের জবাবে মিমো বলেন, ‘ছোটপর্দাই আমাকে প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। আমি টেলিফিল্মে অভিনয় করতে আগ্রহী। টেলিফিল্মে অভিনয় নিয়ে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ আছে। ভালো গল্প ও চরিত্র পেলে দুই মাধ্যমেই কাজ করতে চাই।’

এখন মিমো অভিনয় করছেন জিয়া রায়হানের ‘ঘূর্ণিপাক’ নামের একটি ধারাবাহিক নাটকে। এই নাটকে দেখা যাবে, মিমোর ভালোবাসার মানুষ লিটু আহসান তার সংসারের খবরটি গোপন রাখেন। চার বছর চুটিয়ে প্রেম করার পর মিমো জানতে পারেন, লিটুর একটি ছেলে আছে। এর পর শুরু হয় দ্বন্দ্ব। ফারিয়া হোসেনের চিত্রনাট্যে নাটকটি প্রচারিত হবে এসএ টিভিতে।

(দিরিপোর্ট২৪/এমসি/নভেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর