thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ৩, আহত ২০

২০২১ আগস্ট ১৫ ০৭:০৯:৫৭
যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ৩, আহত ২০

দ্য রিপোর্ট প্রতিবেদক: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ৫ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ১২ জন। শনিবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার বৈলর বড়পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার (১৪ আগস্ট) রাতে ত্রিশালের বৈলর বড়দিঘীরপাড় এলাকায় একটি ট্রাক দাঁড়ানো ছিল। ঢাকা থেকে হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ৩ ব্যক্তি নিহত হন। আহত হন অন্তত ১২ জন। পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে আরও ২ জন মারা গেছেন

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, এখনো উদ্ধার কাজ চলছে। হতাহতদের পরিচয় জানা যায়নি।

(দ্য রিপোর্ট/আরজেড/১৫আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর