thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

কাবুল ছাড়া সকল গুরুত্বপূর্ণ শহরেই তালেবানদের জয়জয়কার

২০২১ আগস্ট ১৫ ১৩:৪৬:২৪
কাবুল ছাড়া সকল গুরুত্বপূর্ণ শহরেই তালেবানদের জয়জয়কার

দ্য রিপোর্ট ডেস্ক: আফগানিস্তানে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে তালেবানদের জয়যাত্রা। একের পর এক গুরুত্বপূর্ণ সব শহর দখল করে নিচ্ছে তারা। তারই ধারাবাহিকতায় কোনো লড়াই ছাড়াই আফগানিস্তানের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর জালালাবাদ দখল করে নিল তালেবান।

রোববার বিদ্রোহীদের হাতে এই শহরটি দখলে নেয়ার পর একমাত্র রাজধানী কাবুল ছাড়া দেশটির আর সব গুরুত্বপূর্ণ শহরে তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হল। বিদ্রোহীদের এ বিদ্যুৎগতির অগ্রগতিতে তারা শিগগিরই কাবুলের প্রান্তে উপস্থিত হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এটি এখন দিন কয়েকের ব্যাপার বলে মন্তব্য করেছে বার্তা সংস্থা রয়টার্স।

জালালাবাদের পতন হওয়ায় পাকিস্তানের পেশোয়ার শহরের দিকে যাওয়া মহাসড়কটি তালেবানের নিয়ন্ত্রণে চলে গেছে। এটি স্থলবেষ্টিত আফগানিস্তানের অন্যতম প্রধান একটি মহাসড়ক।

জালালাবাদের দখল নেওয়ার আগে তালেবান শনিবার উত্তরাঞ্চলের প্রধান শহর মাজার-ই-শরিফের নিয়ন্ত্রণ নেয়। সেখানেও সামান্য লড়াইয়ের মধ্য দিয়েই তারা উজবেক ও তাজিক অধ্যুষিত ঐতিহ্যগতভাবে তালেবানবিরোধী বলে পরিচিত শহরটির নিয়ন্ত্রণ নেয়।

জালালাবাদভিত্তিক এক আফগান কর্মকর্তা রয়টার্সকে বলেন, জালালাবাদে এখন আর কোনো সংঘর্ষ হচ্ছে না কারণ গভর্নর তালেবানের কাছে আত্মসমর্পণ করেছেন। তালেবানকে রাস্তা ছেড়ে দেওয়াই বেসামরিকদের প্রাণ রক্ষার একমাত্র পথ।

তালেবান বিদ্রোহীদের কাছে নাস্তানাবুদ এ পরিস্থিতিতে নিজেদের নাগরিকদের আফগানিস্তান থেকে সরিয়ে আনতে কাবুলে আরও সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তারা দেশটির রাজধানী এই শহরটিকে চারদিক থেকে ঘিরে রাখবে বলে জানা গেছে।

শনিবার রাতে দেওয়া এক বিবৃতিতে তালেবান বলেছে, তাদের তড়িৎ সাফল্য দেখিয়েছে তারা জনপ্রিয় এবং আফগান জনগণ তাদের গ্রহণ করেছে, তাদের অধীনে আফগান ও বিদেশি নাগরিকরা নিরাপদে থাকবে বলে ফের নিশ্চয়তা দিয়েছে তারা। বিদেশি কূটনীতিক ও ত্রাণ সংস্থার কর্মীরা কোনো সমস্যার মুখোমুখি হবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছে তারা।

উল্লেখ্য, গত সপ্তাহেই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছিল, আফগানিস্তানের রাজধানীতে পৌঁছতে তালেবানের অন্তত তিন মাস লাগবে! তাদের সেই দাবি উড়িয়ে দিয়ে মাস তো দূরে থাক কয়েক দিনেই কাবুলের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে তালেবানরা। সূত্র : রয়টার্স ও ডেইলি সাবাহ

(দ্য রিপোর্ট/আরজেড/১৫আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর