thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

হবিগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

২০২১ আগস্ট ১৬ ০৯:৩৮:৪৩
হবিগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

দ্য রিপোর্ট প্রতিবেদক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। সোমবার সকাল সোয়া সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিভাবে হতাহত ব্যক্তিদের নামপরিচয় জানা যায়নি। তারা সবাই অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।

শায়েস্তাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলে পাঁচজন মারা যান। দুর্ঘটনায় আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা যান। নিহতদের মধ্যে দুইজন নারী এবং চারজন পুরুষ। তাদের নামপরিচয় জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৬আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর