thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

অল্পের জন্য রক্ষা পেলেন পরিকল্পনা বিভাগের সচিব, গাড়ি ভাঙচুর

২০২১ আগস্ট ১৭ ১৪:৩১:২১
অল্পের জন্য রক্ষা পেলেন পরিকল্পনা বিভাগের সচিব, গাড়ি ভাঙচুর

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর বিজয় সরণির এরোপ্লেন মোড়ে চন্দ্রিমা উদ্যানের সামনে দিয়ে অফিসে যাওয়ার সময় পরিকল্পনা বিভাগের সচিব মো. জয়নুল বারীর গাড়িতে হামলা করেছে বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এসময় কিছু বুঝে ওঠার আগেই অতর্কিত হামলা শুরু করলে তিনি গাড়ি থেকে নেমে পাশের পুলিশ বক্সে আশ্রয় নেন। পরে অফিস থেকে আরেকটি গাড়ি এসে তাকে নিয়ে যায়।

পরিকল্পনা কমিশন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়ে সচিবের গাড়ির সামনের এবং পেছনের সব গ্লাস ভেঙে দিয়েছে। তবে কেউ আহত হননি।

সচিব জয়নুল বারী বলেন, চন্দ্রিমা উদ্যানের কর্নারে আসার পর গাড়ির সামনে হঠাৎ করে বেশকিছু যুবক এসে ভাঙচুর শুরু করে। এসময় আমি কোনো রকমে গাড়ি থেকে নেমে পুলিশের আশ্রয় নেই। তারা গাড়ির সব গ্লাস ভেঙে ফেলছে। গাড়ি থেকে দ্রুত নেমে যাওয়ায় আমার কোনো ক্ষতি হয়নি।

পরে ঘটনাস্থলে পুলিশ গেলে বিএনপি নেতাকর্মীরা পালিয়ে যায়। ততক্ষণে গাড়ির সব গ্লাস ভেঙে ফেলে তারা। এরপর আরেকটি গাড়ি এসে সচিবকে পরিকল্পনা কমিশনে নিয়ে যায়।

উল্লেখ্য, সকালে বিএনপির মহানগর দক্ষিণ ও উত্তরের নবগঠিত কমিটির নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন বলে বিএনপি অভিযোগ করেছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৭আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর