thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

টাঙ্গাইলে মদপানে ৩ যুবকের মৃত্যু

২০২১ আগস্ট ২০ ১০:৪১:২৮
টাঙ্গাইলে মদপানে ৩ যুবকের মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বিষাক্ত মদপানে তিন যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দিবাগত রাত দেড়টায় ওই তিন যুবকের মৃত্যু হয়।

আজ (শুক্রবার, ২০ আগস্ট) সকালে বিষয়টি দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ নিশ্চিত করেছেন।

মৃতরা হচ্ছেন- উপজেলার পাঁচ এলাসিন গ্রামের জুলহাস মিয়ার ছেলে মোহাম্মদ নাসির মিয়া (২২), বাবুল মিয়ার ছেলে মো. পারভেজ (৩৪) ও কাশেম মিয়ার ছেলে মোহাম্মদ আক্কাস (২৩)।

স্থানীয় লোকজন ও পরিবারের সদস‌্যদের বরাত দিয়ে ওসি জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ওই তিন জন নাসিরের মুদি দোকানে বসে মদপান করে। মদপানের পর তারা তিনজনই অচেতন অবস্থায় পড়ে থাকে। পরে এক ক্রেতা তাদের দোকানে গেলে তাদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে আশেপাশের লোকজনকে ডেকে বিষয়টি অবগত করেন। স্থানীয়রা তাদের পরিবার পরিজনদের বিষয়টি জানান। এরপর তারা ছুটে এসে ওই তিন জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাদের মধ্যে নাসির এবং পারভেজকে তাৎক্ষণিক মৃত ঘোষণা করেন। এরপর চিকিৎসারত অবস্থায় রাত দেড়টার দিকে আক্কাসও মারা যান।

ওসি মো. সাজ্জাদ আরো জানান, এ ঘটনায় খোঁজখবর নেওয়া হচ্ছে। বিস্তারিত জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

.(দ্য রিপোর্ট/আরজেড/২০আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর