thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

কাশিমপুর মহিলা কারাগারে নেয়া হচ্ছে পরীমণিকে

২০২১ আগস্ট ২১ ১৮:০৯:১১
কাশিমপুর মহিলা কারাগারে নেয়া হচ্ছে পরীমণিকে

দ্য রিপোর্ট প্রতিবেদক: মাদক মামলায় তৃতীয় দফায় রিমান্ড শেষে আজ শনিবার (২১ আগস্ট) দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে তোলা হয়েছিলো আলোচিত চিত্রনায়িকা পরীমণিকে। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা তাকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম পরীমণিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। নায়িকাকে প্রিজন ভ্যানে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেয়া হচ্ছে।

শনিবার (২১ আগস্ট) বিকেল ৩টা ১২ মিনিটে তাকে নিয়ে কারাগারের পথে রওনা দেয় প্রিজন ভ্যান।

আদালতে শুনানির সময় পরীমণি তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীসহ অন্যান্যদের সঙ্গে কথা বলেন। সে সময় রেগে গিয়ে পরী বলেন, 'আপনারা আমার জামিন চান না কেন? আমি তো পাগল হয়ে যাচ্ছি। আপনারা আমার সঙ্গে কী কথা বলবেন? আপনারা বুঝতেছেন আমার কী কষ্ট হচ্ছে?'

এর আগে পরীমণিকে আদালতের এজলাসে উপস্থিত করে শুনানির জন্য আবেদন করেছেন তার আইনজীবী মুজিবুর রহমান। পরে শুনানি শুরু হলে মুজিবুর রহমান আদালতকে বলেন, আমরা আজকে জামিন শুনানি করছি না। একটা আবেদন জানাই, আমরা পরীমণির সঙ্গে কথা বলতে চাই। কিন্তু আদালত পরীর আইনজীবীর আবেদন নামঞ্জুর করেন।

.(দ্য রিপোর্ট/আরজেড/২১আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর