thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলর গ্রেপ্তার

২০২১ আগস্ট ২১ ১৮:১১:৪৮
বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলর গ্রেপ্তার

দ্য রিপোর্ট প্রতিবেদক: বরিশালে ইউএনওর সরকারি বাসভবনে হামলা ও সহিংসতার ঘটনায় দায়ের করা দুটি মামলার দুই নং আসামি শেখ সাইদ আহমেদ মান্নাকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আজ (শনিবার, ২১ আগস্ট) দুপুর ২টা ৪০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি ইমরান খান।

এর আগে শুক্রবার (২০ আগস্ট) রাত ১০টার দিকে ঢাকার মোহাম্মদপুর শিয়া মস‌জিদ এলাকার বো‌নের বাসা থে‌কে তুলে নেওয়ার অভিযোগ করেছিলেন মান্নার বড়‌বোন কা‌নিজ ফা‌তেমা।

‌তি‌নি বলেছিলেন, একদল সাদা পোশাকধারী লোক বাসায় এসে মান্না‌কে নি‌য়ে গেছে। তা‌দের পরিচয় জান‌তে চাইলে তারা প্রশাস‌নের লোক ব‌লে জানিয়েছেন। মান্নাকে কোথায় নি‌য়ে যাওয়া হ‌চ্ছে- জান‌তে চাইলে তারা ব‌রিশা‌লের থানায় যোগা‌যো‌গ করতে ব‌লেন।

প্রসঙ্গত, বুধবার রাতে ব্যানার অপসারণকে কেন্দ্র করে বরিশালে পুলিশ, আনসার ও স্থানীয় ছাত্রলীগ সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই রাতে সদর উপজেলা ইউএনওর সরকারি বাসভবনে হামলা চালায় ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, শ্রমিক ইউনিয়ন, আওয়ামী লীগ ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। এ সময় গুলির ঘটনায় আহত হন অনেকে।

.(দ্য রিপোর্ট/আরজেড/২১আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর