thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

মুখে পতাকা এঁকে রশিদ খানের নীরব প্রতিবাদ

২০২১ আগস্ট ২২ ০৮:২৮:২৭
মুখে পতাকা এঁকে রশিদ খানের নীরব প্রতিবাদ

দ্য রিপোর্ট ডেস্ক: ১০০ বলের ক্রিকেট ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্ট খেলছেন রশিদ খান। তবে মনটা পড়ে আছে আফগানিস্তানে পরিবার আর দেশের মানুষদের কাছে। তালেবানদের ক্ষমতায় চলে গেছে তার দেশ। মরেছে বহু মানুষ।

রশিদ খান সোচ্চার ছিলেন টুইটারে। দেশের জন্য আকুতি জানিয়েছিলেন বিশ্ব নেতাদের কাছে। শান্তি চেয়েছেন সৃষ্টিকর্তার কাছে।

তালেবানরা ঠিকই আফগানিস্তান দখলে নিয়েছে তবে প্রতিবাদ থেমে নেই রশিদের। গত দুই দিন আগে জালালাবাদে তিন আফগান নিহত হয়েছিল দেশের পতাকা হাতে তালেবানদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে।

হয়তো তাদের প্রতি সম্মান জানাতে একাত্মতা প্রকাশ করেছেন রশিদ খান। এদিন অবশ্য আফগানিস্তানের স্বাধীনতা দিবসও ছিল। শুক্রবার রাতে ট্রেন্ট রকেটসের বিপক্ষে ওভালে খেলতে নেমেছিল রশিদ খানের দল সাউদার্ন ব্রেভ।

এই ম্যাচে রশিদ খান মুখের দুই পাশে আফগানিস্তানের পতাকা এঁকে নেমেছিলেন মাঠে। এর আগেও অবশ্য রশিদ খান মুখে পতাকা এঁকে মাঠে নেমেছিলেন ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের খেলায়।

১৯ আগস্ট রশিদ খান টুইট করেন, ‘আসুন আমরা আমাদের দেশকে সম্মান জানাতে সময় দেই। দেশের জন্য যারা ত্যাগ স্বীকার করেছে তাদের ভুলে না যাই। আমাদের আসা এবং দোয়া করি শান্তিপূর্ণ এবং উন্নত দেশ গঠন হবে আমাদের।’

.(দ্য রিপোর্ট/আরজেড/২২আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর