thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

'জাপানি ২ শিশু ৩১শে আগস্ট পর্যন্ত ভিকটিম সাপোর্ট সেন্টারে থাকবে'

২০২১ আগস্ট ২৩ ১৯:০৬:০৭
'জাপানি ২ শিশু ৩১শে আগস্ট পর্যন্ত ভিকটিম সাপোর্ট সেন্টারে থাকবে'

দ্য রিপোর্ট প্রতিবেদক: জাপানি দুই শিশু ৩১শে আগস্ট পর্যন্ত ভিকটিম সাপোর্ট সেন্টারে থাকবে। সকালে মা, বিকেলে বাবা তাদের সঙ্গে দেখা করতে পারবে, এমন আদেশ দিয়েছে হাইকোর্ট।

সোমবার দুপুরে, বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক শরীফ ইমরানের কাছ থেকে সিআইডির উদ্ধার করা দুই মেয়ের বিষয়ে হাইকোর্টে শুনানি হয়।

দুই শিশুর বাবার পক্ষে করা একটি সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

দুই শিশুর মা জাপানি নাগরিক নাকানো এরিকোর করা রিটের পরিপ্রেক্ষিতে ১৯শে আগস্ট বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক বাবার জিম্মায় থাকা শিশুদেরকে আগামী ৩১শে আগস্ট হাজির করার নির্দেশ দিয়েছিলো হাইকোর্ট। একই সঙ্গে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয় আদালত। পরে দুই শিশুকে নির্যাতনের অভিযোগে তাদের মা মামলা করলে ২২শে আগস্ট শিশু দুটিকে উদ্ধার করে সিআইডি।

.(দ্য রিপোর্ট/আরজেড/২৩আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর