thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

শোক ও কান্নায় দাফন হলো বজ্রপাতে নিহত সাতজনের

২০২১ আগস্ট ২৪ ১৫:৫২:৪২
শোক ও কান্নায় দাফন হলো বজ্রপাতে নিহত সাতজনের

দ্য রিপোর্ট প্রতিবেদক: দিনাজপুর সদর ও চিরিরবন্দর উপজেলায় বজ্রপাতে নিহত চার শিশুসহ সাতজনের দাফন সম্পন্ন হয়েছে।

আজ (মঙ্গলবার) সকাল ১০টায় সদরের উপশহর ৮ নম্বর ব্লকের রেলঘুন্টি সংলগ্ন মিলের চাতালে ৩ শিশুর ও বেলা ১১টায় কাশিপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক শিশুর এবং চিরিরবন্দরে সোমবার (২৩ আগস্ট) রাতেই আধাঘণ্টা পরপর তিন যুবকের জানাজা ও দাফন সম্পন্ন হয়। এ সময় হাজারও মানুষের ঢল নামে।

বজ্রপাতে নিহত তিন শিশু হাসান (১২) সাজ্জাদ (১২) ও মিম মন্ডলকে (১৩) শেখ জাহাঙ্গীর কবরস্থানে পাশাপাশি কবরে দাফন করা হয়। আরেক শিশু আপনকে (১৪) সরকার পুকুর কবরস্থানে দাফন করা হয়।

অন্যদিকে, চিরিরবন্দরে নিহত তিনজনের মধ্যে আবদুর রাজ্জাককে (২৪) বাড়ির সামনে এবং নুর ইসলাম (২৪) ও আব্বাস আলীকে (২২) পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সোমবার বিকেল সাড়ে ৩টায় সদর উপজেলার উপশহর ৮ নম্বর ব্লকের রেলঘুন্টি সংলগ্ন নিশ্চিন্তপুরে বজ্রপাতে চার শিশু ও চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর গুড়িয়া পাড়া গ্রামে তিনজন যুবক নিহত হন। এতে সবার বাড়িতে চলছে শোকের মাতম।

.(দ্য রিপোর্ট/আরজেড/২৪আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর