thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

পেরুতে শ্রমিকদের বহনকারী বাস খাদে পড়ে নিহত ১৬

২০২১ আগস্ট ২৮ ১১:৫২:৪৫
পেরুতে শ্রমিকদের বহনকারী বাস খাদে পড়ে নিহত ১৬

দ্য রিপোর্ট ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ পেরুর আন্দিজ পর্বতমালা অংশে খনিশ্রমিকদের বহনকারী একটি বাস খাদে পড়ে ১৬ জন নিহত ও ২ জন আহত হয়েছে।

বাসটি চুক্তিভিত্তিকভাবে নিয়োজিত শ্রমিকদের এমএমজি লিমিটেডের লাস বামবাস তামাখনিতে নিয়ে যাচ্ছিল।

শুক্রবার ভোরের দিকে আপুরিমাক অঞ্চলের কোতাবামবাস প্রদেশে পাহাড়ি রাস্তায় মোড় নেওয়ার সময় এটি পাশের খাদে পড়ে যায়। খবর রয়টার্সের।

বাসটি রাস্তা থেকে প্রায় ২০০ মিটার নিচে পড়ে যায় বলে স্থানীয় একটি রেডিও স্টেশনের প্রতিবেদনে জানানো হয়েছে।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ, খনি কোম্পানির পক্ষ থেকে তদন্তে সব ধরনের সহায়তারও আশ্বাস দেওয়া হয়েছে।

পেরুর অন্যতম বৃহত্তম লাস বামবাস খনিটি কোতাবামবাস ও পার্শ্ববর্তী একটি প্রদেশের মাঝে অবস্থিত।

দক্ষিণ আমেরিকার এ দেশটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তামা উৎপাদক দেশ। পেরুতে খাড়া পাহাড়ি রাস্তা থেকে নিচে পড়ে দুর্ঘটনাও বিরল নয়।

২০১৮ সালে রাজধানী লিমার কাছে একটি বাস পাহাড়ি রাস্তা থেকে ১০০ মিটার নিচে পাথুরে সৈকতে পড়ে যায়। ওই দুর্ঘটনায় ৪৮ জন নিহত হয়েছিল।

.(দ্য রিপোর্ট/আরজেড/২৮ আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর