thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

নড়াইলে পরিবহন শ্রমিককে কুপিয়ে ও গুলি করে হত্যা

২০২১ আগস্ট ২৯ ১১:৩১:১৩
নড়াইলে পরিবহন শ্রমিককে কুপিয়ে ও গুলি করে হত্যা

দ্য রিপোর্ট প্রতিবেদক: নড়াইল শহরের সীমাখালী ঘাট এলাকায় লিয়াকত সিকদার (৫০) নামে এক পরিবহন শ্রমিককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত লিয়াকত সিকদার সীমাখালী ঘাটে সোহরাব সিকদারের ছেলে।

গতকাল শনিবার (২৮ আগস্ট) রাত ৮টার দিকে সীমাখালী বাইপাস ঢাকা-কালনা সড়কের পাশে নবুশেখ এর বাগান থেকে তার দুই পা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে

ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এদিকে এই ঘটনাকে পুলিশের পক্ষ থেকে হত্যা না কি সড়ক দুর্ঘটনা এ বিষয়ে পরিষ্কার করে কিছু বলা হয়নি। তবে তার শরীরের পেটে দুটি গুলি রয়েছে বলে লিয়াকত সিকদারের ছোটভাই ইয়াসিন দাবি করেন।

সীমাখালী ঘাট এলাকার স্থানীয়দের তথ্যমতে, লিয়াকত সিকদারের সাথে স্থানীয় আধিপত্য নিয়ে আউড়িয়া ইউপি চেয়ারম্যান পলাশ মোল্যার সাথে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিলো। সাম্প্রতিক সময়ে কয়েকবার ধাওয়া এবং পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, এটি হত্যা নাকি সড়ক দুর্ঘটনা এ ব্যাপারে পরিষ্কার করে কিছু বলা যাচ্ছে না। পুলিশ তদন্ত করে ঘটনা উন্মোচন করবে।

.(দ্য রিপোর্ট/আরজেড/২৯ আগস্ট, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর