thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

আফগানিস্তানে বিজয় উদযাপনের ফাঁকা গুলিতে প্রাণ গেছে ১৭ জনের!

২০২১ সেপ্টেম্বর ০৪ ১৮:৪০:৩৭
আফগানিস্তানে বিজয় উদযাপনের ফাঁকা গুলিতে প্রাণ গেছে ১৭ জনের!

দ্য রিপোর্ট ডেস্ক: আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র তাদের সেনা পুরোপুরি প্রত্যাহার করে নেয় গত ৩০ আগস্ট দিবাগত রাতে। এরপর রাতেই উল্লাসে নামেন তালেবান সদস্যরা। বিজয় উদযাপন করতে তারা শূন্যে ফাঁকা গুলি ছুড়েন। বার্তাসংস্থা এবং হাসপাতাল সূত্রের বরাত দিয়ে শনিবার আল জাজিরা জানিয়েছে, এতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন।

এ প্রেক্ষাপটে এক বিবৃতিতে কাবুলের নিয়ন্ত্রণ নেয়া তালেবান শূন্যে গুলি ছুড়ার সমালোচনা করেছে। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ সমালোচনা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তালেবান সদস্যদের উদ্দেশে জাবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘শূন্যে গুলি ছুড়া থেকে বিরত থাকুন; তার চেয়ে বরং আল্লাহকে ধন্যবাদ জানান।’ তিনি বলেন, ‘বুলেটে বেসামরিক লোকজনের ক্ষতি হতে পারে; অপ্রয়োজনীভাবে গুলি ছুড়বেন না।’

গত ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরপর ৩০ আগস্ট (দিবাগত) মধ্যরাতে দুই দশকের যুদ্ধের সমাপ্তি টেনে কাবুল ছাড়ে যুক্তরাষ্ট্র। এ বিজয় আকাশে ফাঁকা গুলি ছুড়ে এবং আতশবাজি ফুটিয়ে বিজয় উদযাপন করে তালেবান।

গত প্রায় তিন সপ্তাহ ধরে আফগানিস্তানে একটি সরকার গঠনের চেষ্টায় রয়েছে সংগঠনটি। শুক্রবার তালেবানের একাধিক সূত্র দেশটির সংবাদ মাধ্যম তুলো নিউজকে জানায়, তালেবান তাদের বর্ষীয়ান নেতা মোল্লা আব্দুল গনি বারাদারকে প্রধান করে আফগানিস্তানে একটি সরকার গঠন করতে যাচ্ছে।

.(দ্য রিপোর্ট/আরজেড/০৪ সেপ্টেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর