thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

আড়াই মাস পর মমেকে করোনা ইউনিটে সর্বনিম্ন মৃত্যু

২০২১ সেপ্টেম্বর ০৭ ১১:১৬:১৪
আড়াই মাস পর মমেকে করোনা ইউনিটে সর্বনিম্ন মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে উপসর্গ নিয়ে একজন মারা গেছেন, যা গত আড়াই মাসে এই হাসপাতালে সর্বনিম্ন মৃত্যু। মৃত ব্যক্তি ময়মনসিংহ সদরের বাসিন্দা আব্দুল খালেক (৫২)।

আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) মমেকের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে সাতজন ভর্তি হয়েছেন। এ নিয়ে ইউনিটটিতে মোট রোগী রয়েছেন ১৪৩ জন। তাদের মধ্যে আইসিইউতে আটজন চিকিৎসাধীন আছেন। এ ছাড়া ওই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চারজন।

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪০৭টি নমুনা পরীক্ষায় ৪৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১ দশমিক ৫৪ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৩৯৬ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৬৮ জন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৭ সেপ্টেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর