thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

সৈকতে আবার ভেসে এলো ৬ ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিন

২০২১ সেপ্টেম্বর ০৯ ১৩:৪৪:২৬
সৈকতে আবার ভেসে এলো ৬ ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিন

দ্য রিপোর্ট প্রতিবেদক: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে আবার ৬ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছে।

আজ (বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে সৈকতের জিরো পয়েন্ট-সংলগ্ন ব্লক পয়েন্ট এলাকায় ডলফিনটি দেখতে পায় ট্যুর গাইড ফজলুর রহমান। পরে তিনি কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেয়।

ফজলুর রহমান জানান, ট্যুরিস্ট নিয়ে লেম্বুরবন যাওয়ার পথে সৈকতে নামতেই মৃত ডলফিনটি চোখে পরে। জোয়ারের স্রোতে ডলফিনটি ভেসে এসে আটকে রয়েছে।

ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলে, ২ দিনে কুয়াকাটা সৈকতে ২টি মৃত শুশুক ও ১টি ইরাবতী ডলফিন ভেসে আসল। এর আগেও সমুদ্রসৈকতে ২০টির মতো ডলফিন ভেসে এসেছে। এগুলো নিয়ে আমরা উদ্বিগ্ন। সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষায় এ বিষয়ে এখনই কার্যকরী উদ্যোগ গ্রহণ করা উচিত।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, আমরা বন বিভাগের সঙ্গে কথা বলে কিছু স্যাম্পল সংগ্রহ করে পরবর্তীতে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করব।

(দ্য রিপোর্ট/আরজেড/০৯ সেপ্টেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর