thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

নেইমার-এভারটনের গোলে ব্রাজিলের জয়

২০২১ সেপ্টেম্বর ১০ ১১:০৯:৩২
নেইমার-এভারটনের গোলে ব্রাজিলের জয়

দ্য রিপোর্ট ডেস্ক: নেইমার-এভারটনের যুগলবন্দিতে চিলির বাধা পেরিয়েছিল ব্রাজিল। সেই মানিকজোড় ফের জয় এনে দিলেন ব্রাজিলকে। দুজনই করলেন গোল। তাতে ভর করেই পেরুকে ২-০ গোলে হারিয়েছে সেলেসাওরা।

বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের আগের সাত ম্যাচেই জয়। সে সংখ্যাটাকে এবার আটে উন্নীত করল ব্রাজিল। পেরুর বিপক্ষে শুক্রবার সকালে তুলে নিল সহজ এক জয়। তাতেই শতভাগ জয়ের অপ্রতিরোধ্য যাত্রাটা ধরে রাখল কোচ তিতের শিষ্যরা।

নিজেদের মাঠ অ্যারেনা পের্নামবুকোয় শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ব্রাজিল। ছেড়ে কথা বলছিল না পেরুও। বরং শুরুর মিনিটগুলোয় সফরকারীরাই আলো ছড়াচ্ছিল বেশ। তবে একটু ধাতস্থ হতেই ম্যাচের লাগামটা হাতে টেনে নেয় ব্রাজিল দল। ১৪ মিনিটেই তারই সুফল পান নেইমাররা। ১৪ মিনিটের সময় নেইমারের এসিস্ট থেকে প্রথম গোলটি করেছিলেন এভারটন রিবেইরো। পরে ৪০ মিনিটের সময় দ্বিতীয় গোলটি করেন নেইমার নিজেই। এ দুই গোলেই জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল।

জাতীয় দলের হয়ে বরাবরই দুর্বার ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার জুনিয়র। আরো একবার তারই প্রমাণ দিলেন তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/১০ সেপ্টেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর